Sunday, March 30, 2014


ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৭.১ নিয়ে নিন এবঙ লাইসেন্সের ঝামেলা থেকে বাচুন।



ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সত্যিই অসাধারণ এক ডাউনলোডার। ইন্টারনেট ইউজারমাত্র জানেন এটার উপকারিতা। তবে এর লাইসেন্স বিড়ম্বনায় পড়েননি এমন মানুষ পাওয়া মুশকিল। কয়েকদিন আগে আমি আইডিএম বিষয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। কিভাবে আইডিএম হ্যাক করে চালানো যায়। কয়েকদিন পড়ে আমি আপডেট একটি ভার্সন পাই যেটার কিনা লাইসেন্স প্রয়োজনই হয়না!! আমি চালাচ্ছি বেশ কয়েক দিন কোনো সমস্য হয়নি। এই ভার্সনটি ব্যবহার করে মজা পাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।





মিডিয়া ফায়ার লিঙ্ক:   IDM_7.1_Full_By_Arif
গুগল ড্রাইভ লিঙ্ক: আইডিএম


Saturday, February 22, 2014

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করুন সহজেই!

ফেসবুক ভিডিও ডাউনলেড করতে অনেকেই আমরা পারিনা। নিচের সহজ পদ্ধতিতে যে কেই এফসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন।
১. প্রথমে আপনার ফেসবুক ভিডিওটি ওপেন করুন।
২. এখানে যান এবং ভিডিওটির লিংক দিন।

৩. ফরম্যাট সিলেক্ট করে Continue দিন।
৪. এরপর Download এ ক্লিক করে Start চাপুন।

৫. আপনার দেওয়া ফরম্যাট অনুযায়ী এবার কনভার্ট হবে।
৬.এবার ডাউনলোড চাপুন এবং উপভোগ করুন।



Tuesday, February 18, 2014

এবার সহজেই আপনার কম্পিউটারে পড়ুন ঝকঝকে বাংলা

অনেকেই ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু বাংলা ভেঙ্গে ভেঙ্গে আসায় বাংলা পড়তে পারেননা তাদের জন্য এই পোষ্ট।
প্রথমেই এখানে গিয়ে বাংলা ফন্ট নামিয়ে নিন এবং ইন্সটল করুন।
আপনার ফায়ারফক্স এর Tools এর Option এ যান তারপর content এ গিয়ে advanced এ যান।
এরপর fonts for অপশন থেকে বাংলা নিয়ে serif ও sens serif পরিবর্তন করে আপনার ইন্সটলকৃত ফন্ট সিলেক্ট দিন (Kalpurush, Siyam Rupali) ইত্যাদি।
এর পর ok দিয়ে বের হয়ে আসুন।

দেখুন আপনার বাঙলা ঝকঝকে আসবে।

Wednesday, February 12, 2014


কোতুক....... নতুন
 দাত...
বাসে তুমুল ঝগড়া হচ্ছে।
- মুখ সামলে কথা বলুন। না হলে বত্রিশ পাটি দাঁত এক চড়ে খুলে ফেলব।
- এক চড়ে আপনার চৌষট্টি পাটি দাঁত খুলে পকেটে পুরে দেব।
অল্পবয়সী এক ছেলে এ কথা শুনে বলল, দাঁতই তো মোটে বত্রিশ পাটি, চৌষট্টি পাটি খুলবেন কী করে?
- আমি জানতাম আপনি আমাদের কথার মাঝে নাক গলাবেন। তাই আপনার দাঁতের পাটি হিসাব করেই কথাটা বলেছি।

কক্সবাজার যাত্রা.......
স্ত্রীঃ এই কক্সবাজার বেড়াতে যাওয়ার টাকা যোগার হয়েছে?
স্বামীঃ হ্যাঁ, হয়েছে।
স্ত্রীঃ তাহলে আমরা কবে রওনা হচ্ছি?
স্বামীঃ কক্সবাজার থাকার আর বাড়ি ফেরার টাকার যোগার হলেই!!

গাধার অযোগ্য


 এক ভদ্রলোক হোটেলে খেতে বসে বিরক্ত হয়ে বেয়ারাকে ডাকলেন
ভদ্রলোকঃ এই যে শোন, একি  খাবার দিয়েছ?
বেয়ারাঃ কেন স্যার! কোন গোলমাল হয়েছে?
ভদ্রলোকঃ গোলমাল মানে! আরে এ খাবার তো একেবারে গাধার খাদ্যের অযোগ্য!!
বেয়ারাঃ গাধার যোগ্য খাদ্য তো এই হোটেলে পাবেন না স্যার। আপনাকে না দিতে পারার জন্য দুঃখিত।

 সময় হতে হতে বুড়ি...

 পরিচালকঃ আপাতত আপনাকে কোনো রোল দিতে পারছি না। আমাদের যখন কোনো বুড়ি চরিত্রাভিনেত্রীর দরকার হবে তখন আপনাকে আমরা ডাকব।
অভিনেত্রীঃ কিন্তু আমি তো বুড়ি নই, তরুণী।
পরিচালকঃ আমাদের ডাক যখন পড়বে তখন আপনি বুড়ি হয়ে যাবেন।
 মিতব্যায়ী বটে..... :P

-আপনি দেখছি চেইন স্মোকার। একটা সিগারেটের আগুনে আরেকটা সিগারেট ধরান। এভাবে কত টাকা নষ্ট করছে কখনো ভেবে দেখেছেন?
- কত টাকা নষ্ট করছি তাই দেখলেন, দেশলাই না কিনে কত টাকা বাঁচাচ্ছি তা দেখলেন না?

সাতার না জানা .......

 একদিন পাগলা গারদের এক ডাক্তার তিন পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষায় পাস করতে পারলে মুক্তি আর না করলে আরো দুই বছরের জন্য আটকানো হবে। ডাক্তার তিনজনকে সাথে নিয়ে একটা পানিশূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন। প্রথম জন সাথে সাথেই ঝাঁপ দিয়ে পা ভেঙ্গে ফেলল। দ্বিতীয় পাগলটিও ডাক্তারের কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙ্গে ফেলল। কিন্তু তৃতীয় পাগলটি কোনমতেই ঝাঁপ দিতে রাজি হলো না। ডাক্তার আনন্দে চিৎকার করে উঠে বললেন, “আরে, তুমি তো পুরোপুরি সুস্থ। তোমাকে মুক্ত করে দেব আজই। আচ্ছা বলো তো তুমি কেন ঝাঁপ দিলে না ? জবাবে সে বললো, “আমি তো সাঁতার জানি না”।

প্রধানমন্ত্রী

ব্রিটেনের প্রধানমত্রী একবার পাগলা গারদ পরিদর্শনে যান। এক পাগল তাকে দেখে বললেন, আপনি এখানে কবে এসেছেন?
- আজ, এইমাত্র। তা আপনার পরিচয়?
- আমি ব্রিটেনের প্রধানমন্ত্রী।
- চিন্তা করবেন না। শীঘ্রই সেরে উঠবেন। আমি চিলাম আমেরিকার প্রধানমন্ত্রী।

বাচবো.. তো...

- ডাক্তার সাহেব, আমি বাঁচবো তো?
- অবশ্যই, যদি না মরেন।

ভুলোমন.....

সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন একজন পেশেন্ট।
- ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজের নামটাও মনে করতে পারি না।
- হু, কতদিন ধরে এই সমস্যা হচ্ছে আপনার?
- কোন সমস্যা?

Tuesday, February 11, 2014

বুড়িগঙ্গা সাংস্কৃতিক সংসদের শিল্পী ফেরদৌস ভাইয়ের দুইটি অসাধারণ গান-

আমার এই কন্ঠে যতটুকু সুর
আমি রাসুলের কথা

Sunday, February 9, 2014





ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায়.................. 

* আপনার কাঙ্খিত ভিডিওটি ওপেন করুন
* এড্রেসবারে গিয়ে www.এর পরে ss যোগ করে Enter দিন।



* একটি নতুন পেজ আসবে এবং সেখান থেকে আপনার পছন্দের ফরম্যাট বেছে নিয়ে ডাউনলোড করুন।

Saturday, February 8, 2014

IDM (Internet Download Manager)এর লাইসেস্ন এবার নিয়ে নিন।

 যাদের IDM (Internet Download Manager) এর লাইসেন্স যাদের নেই তারা এই পদ্ধতে অবলম্বন করতে পারেন। খুব সহজেই আবার আপনার আইডিএম দিয়ে ডাউনলোড করতে পারেন। জানেন নিশ্চয়ই এর সুবিধা অনেক বড় সুবিধা হল ডাউনলোডের মাঝখানে বন্ধহয়ে গেলেও আবার সেখান থেকেই ডাউনলোড শুরু হয়। গতিও দ্রুত।


* প্রথমে আপনার ইন্সটল করা IDM টি আনইন্সটল করুন।
* এখান থেকে নামিয়ে নিন আইডিএম-এর ফোল্ডারটি এবং যেখানে ইচ্ছে সেভ করুন।
* ফাইলটি জিপ করা যদি আপনার Winrar না থাকে তবে নামিয়ে নিন।
* নেটোয়ার্ক ডিসেবল করে ডাউনলোড কৃত ফোল্ডার থেকে আইডিএম ওপেন করুন।



* এবার আপনার লাইসেন্স চাইবে আর আপনি হ্যাক করবেন।
* ডাউনলোডকৃত ফোল্ডারে SN নামে একটি টেক্সট ফাইল আছে ওটা ওপেন করে সব তথ্য দিয়ে  দিন।

* এবার নেটোয়ার্ক ইনেবল করে ডাউনলোড করুন দূর্দান্ত।
http://sweetdreamarif.blogspot.com/p/blog-page_24.html
* মিডিয়া ফায়ার দিয়ে না ডাউনলোড না হলে গুগল ড্রাইভ দিয়ে
যদি নিচের ডায়লগ বক্সটি আসে তবে বক্সটি কোন এক কর্ণারে রেখে দিন কোন সমস্যা হবে না।
আরো কোনো সমস্যা হলে কমেন্টে অথবা  Sweet Dream পেইজে

Friday, January 31, 2014


 
বুড়িগঙ্গা সাংস্কৃতিক সংসদের 
 শিল্পী ফেরদৌস ভাইয়ের তিনটি চমতকার সংগীত
Ogo Nobi Dojahaner Shobar Shera Tumi
Jara Allahr Pothe Chole Allahr Kotha Bole 
She Kon Bondhu Bol Beshi Bishwasta


^ Back to Top